English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৩ ১৯:১৪

সাংবাদিকদের ওপর চটেছেন অমিতাভ, কিন্তু কেন?

অনলাইন ডেস্ক
সাংবাদিকদের ওপর চটেছেন অমিতাভ, কিন্তু কেন?

বচ্চন পরিবারের সদস্যদের নিয়ে একের পর এক মিথ্যা খবর রটানো হচ্ছে। প্রথমে ঐশ্বরিয়া, এরপর আরাধ্যকে নিয়ে ছড়ানো হয়েছে ভুয়া খবর। এতে ব্যাপক চটেছেন অমিতাভ বচ্চন। টুইটারে সাংবাদিকদের নিয়ে একটি পোস্ট করেছেন অভিনেতা।

সেখানে তিনি লেখেন, ‘আমার কাজের সময়ে পুরো দেশে পরিচিত সাংবাদিক ছিলেন আট হাজার ২৯৮ জন। আর এখন পুরো দেশে ১.৩ বিলিয়ন সাংবাদিক রয়েছেন। তারাই এখন আমাদের পথ দেখান, শিক্ষিত করেন।’

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা সূত্রে জানা গেছে, সম্প্রতি আরাধ্য এক ইউটিউব ট্যাবলয়েডের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টে। আরাধ্যর স্বাস্থ্য নিয়ে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ উঠেছে ওই ট্যাবলয়েডের বিরুদ্ধে।

গত ২০ এপ্রিল আরাধ্যর দায়ের করা পিটিশনে দিল্লি হাইকোর্ট কতিপয় ইউটিউব চ্যানেলকে তার সম্পর্কে ‘সকল ভিডিও শেয়ার থেকে বিরত থাকার জন্য বলেছিল।’