English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:০০

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন কিয়ারা!

অনলাইন ডেস্ক
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন কিয়ারা!

কয়েকদিন আগে রাজস্থানের সূর্যগড় দুর্গে জমকালো আয়োজনের মাধ্যমে সাদ পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। এরপর গতকাল (রোববার) মুম্বাইয়ে গ্রান্ড রিসেপশনও করেন এই জুটি। এমন পরিস্থিতিতেই টুইটারে বিতর্কিত মন্তব্য করলেন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল আর খান ওরফে কেআরকে। খবর ছড়িয়েছে বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত¡া হয়ে পড়েছেন কিয়ারা।

টুইটারে কেরআরকে লিখেছেন, ‘আগে অন্তঃসত্ত¡া হয়ে পরে বিয়ে করা বলিউডের ট্রেন্ড হয়ে গিয়েছে। সূত্রের খবর, বলিউডের সাম্প্রতিক বিয়ের কারণও একই। ভালোই তো।’

কেআরকে এখানে কিয়ারার নাম না নিলেও এটা নিশ্চিত যে, তিনি তাকেই এই কথাটি বলেছেন। কারণ সম্প্রতি বলিউড তারকা হিসেবে তিনিই সিদ্ধার্থের সঙ্গে মালাবদল করেছেন। আর এর জন্য স্বঘোষিত চলচ্চিত্র সমালোচককে একহাত নিয়েছেন অনেকে। কটাক্ষ করে তাকেও অন্তঃসত্ত¡া হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এমন খবর এখন পুরোনো হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন অনেকে।