English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০২৩ ২১:৪৭

৩ দিনে ৩১৩ কোটিতে 'পাঠান'

অনলাইন ডেস্ক
৩ দিনে ৩১৩ কোটিতে 'পাঠান'

চার বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ খান। ইতিমধ্যে ভারতে শুরু হয়েছে 'পাঠান' ঝড়। তিন দিনেই বক্স অফিসে ৩০০ কোটির ঘর পেরিয়েছে সিনেমাটি।

পরিসংখ্যান বলছে, প্রথম দিনেই বিশ্বজুড়ে রোজগারের অঙ্কে ১০০ কোটির গণ্ডি পার হয় 'পাঠান'। এর মধ্যে শুধু ভারতেই আয় হয় ৫৫ কোটি রুপি। দ্বিতীয় দিন ভারতের বাজারে ৭০ কোটি রুপির ব্যবসা করে 'পাঠান'। এ দিন শেষে সিনেমার আয় ছাড়িয়ে যায় ২০০ কোটির গণ্ডি। তবে তৃতীয় দিনে ভারতের বাজারে 'পাঠান'-এর আয় কিছুটা কমে ৩৯ কোটি রুপি হয়। তবে বিশ্বের অন্যান্য প্রান্তের বক্স অফিসে এদিন মন্দা ছিল না। তিন দিনে সিনেমাটির বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ৩১৩ কোটি রুপিতে।

প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের ব্যানারে 'পাঠান'-এ শাহরুখের সঙ্গী দীপিকা পাড়ুকোন। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জন আব্রাহাম আর ডিম্পল কাপাডিয়া। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন 'বলিউড ভাইজান' সালমান খান।