English Version
আপডেট : ৬ জুলাই, ২০২২ ১১:৩৪

স্বামীকে নিয়ে হজে গেলেন সানা খান

অনলাইন ডেস্ক
স্বামীকে নিয়ে হজে গেলেন সানা খান

সাবেক বলিউড অভিনেত্রী সানা খান পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবের মক্কায় গেলেন। হজে তার সফরসঙ্গী হয়েছেন স্বামী মুফতি আনাস।

নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিও শেয়ার করেন সাবেক এ অভিনেত্রী। ওই ভিডিওতেই তিনি ও তার স্বামী বিষয়টি সবাইকে জানান।

ওই ভিডিওতে মুফতি আনাস জানান, হজ আদায়ের সৌভাগ্য অর্জনে তিনি ও তার স্ত্রী রওনা হচ্ছেন। সানা খান বলেন, ‘আমি সীমাহীন আনন্দিত। কারণ, কয়েক দিন পরই আমরা দুজন ‘আলহাজ’ হয়ে যাবো। ’

সানা জানান, হজ আদায় তার জীবনের স্বপ্ন ছিল। এখন সেটি পূর্ণ হতে চলেছে। তিনি খুব খুশি। ভিডিওর ক্যাপশনে সানা খান লিখেন, ‘আমার কাছে আমার বর্তমান আবেগ-অনুভূতি প্রকাশের কোনো শব্দ নেই। আল্লাহ আমাদের সবার হজ কবুল করেন এবং হজ পালন সহজ করে দিন। আমিন।

আগে ওমরাহ আদায় করলেও সানা খানের এটিই হবে প্রথম হজ আর তার স্বামীর দ্বিতীয়।

বলিউডের সাবেক এই অভিনেত্রী ২০২০ সালে গুজরাটের মুফতি আনাসকে বিয়ে করেন। এখন যথাসম্ভব ইসলামি জীবনযাপনের চেষ্টা করেন তারা।

সেসময় সানা খান জানিয়েছিলেন, তিনি তার অবশিষ্ট জীবন মানবতার সেবা করে ও আল্লাহ তাআলার বিধান পরিপালনের মাধ্যমে জীবন অতিবাহিত করতে চান।