English Version
আপডেট : ২৮ জুন, ২০২২ ১২:২৩

শট শেষে রাজকে বলতাম, প্লিজ একটু আস্তে ধরো: মিম

অনলাইন ডেস্ক
শট শেষে রাজকে বলতাম, প্লিজ একটু আস্তে ধরো: মিম

বড় পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও তরুণ অভিনেতা শরিফুল রাজ। এর আগে কোনো চলচিত্রতেই তাদের একসাথে দেখা মেলে নি। চলচিত্রটির নাম ‘পরাণ’। নির্মাণ করেছেন রায়হান রাফি।২০২০ সালের ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার টার্গেট করে ২০১৯ সালে শুরু হয়েছিলো ত্রিভুজ প্রেমের সিনেমা ‘পরাণ’-এর কাজ। সেই অনুযায়ী সকল কার্যক্রমও শেষ করেছিলেন। কিন্তু হঠাৎই শুরু হলো করোনা মহামারি।

এরপর পেরিয়ে গেছে আরও দুই বছর। এখন পর্যন্ত প্রেক্ষাগৃহে আসেনি ছবিটি। তবে  অবশেষে আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘পরাণ’। এতে মিম ও রাজের সঙ্গে আরেকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান।এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নেমেছে পরান-এর টিম। এর অংশ হিসেবে এবং সিনেমার একটি গানের টিজার প্রকাশ উপলক্ষে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেসবুক লাইভে এসেছিলেন মিম। সঙ্গে ছিলেন পরিচালক রাফি ও চিত্রনায়ক রাজ।

আড্ডার এক ফাঁকে মিম ও রাজ দুজনের কাছেই রাফি জানতে চান, শুটিং করতে গিয়ে তাদের একে-অপরের কোন বিষয়গুলো বিরক্তিকর লেগেছে? রাজ জানান, মিমের অতিরিক্ত কথা বলা তার কাছে বিরক্তিকর লেগেছে। মিম কথা বলা শুরু করলে, বলতেই থাকেন। এরপর মিমের পালা। তিনি বললেন, ‘রাজ পুরো অস্থির। রোম্যান্টিক দৃশ্যে শুটিং করার সময় আমি রীতিমতো ভয়ে থাকতাম। মানুষ রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের সময় আরামে থাকে, আমি থাকতাম ভয়ে। ও দুই হাত দিয়ে আমার মুখে এমনভাবে ধরত, যেন দাঁত ভেঙে যাচ্ছে! শট শেষ হওয়ার পর আমি বলতাম, রাজ, প্লিজ আমাকে একটু আস্তে ধরো।’

মিম আরও বলেন, ‘যখনই রোম্যান্টিক দৃশ্য থাকে, আমাকে ধরার দৃশ্য থাকে, আমি ভয়ে থাকি। আগে থেকেই বলে দিতাম, রাজ আমাকে একটু আস্তে ধইরো। মনে হয় আমার গাল, দাঁত সব ভেঙে যাচ্ছে!’ ‘পরাণ’ সিনেমার পুরো কাজ শেষ হলেও এখনো সিনেমাটি দেখেননি মিম। তবে ডাবিং করতে গিয়ে একটি দৃশ্য দেখেছেন। তা দেখেই তার চোখে জল চলে এসেছিল। মিম বলেন, ‘ডাবিংয়ের সময় মিনিট দুয়েকের ছোট্ট একটি দৃশ্য দেখে আমার চোখ দিয়ে পানি পড়েছে। নিজের সিনেমা বলে বলছি না, সিক্যুয়েন্সের মেকিং দেখে।’