English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০২২ ১৪:১৫

বড় হয়ে বিপদে আছেন দীঘি!

অনলাইন ডেস্ক
বড় হয়ে বিপদে আছেন দীঘি!

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। একটি বিজ্ঞাপনে মডেল হয়ে শিশুবেলায়ই দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তবে বড় হয়ে বিপদে আছেন- চিত্রনায়ক সাইমন সাদিকের একটি ভিডিও আলাপচারিতায় এ কথা বলেন দীঘি।

তার ভাষ্য, বড় হয়ে বিপদে আছি। ছোটবেলায় যে ভালোবাসাটা ছিল সেটা প্রকৃত ভালোবাসা ছিল। কোনো সমালোচনা ছিল না। শিশুশিল্পীদের নিয়ে কোনো সমালোচনা হয় না, বাজে কথা হয় না।

দীঘি জানান, ছোটবেলায় তারকা খ্যাতি বুঝতাম না। ওটা এখন উপভোগ করি। সেই ভালোবাসাটা আজও বহাল আছে।

প্রসঙ্গত, বর্তমানে সিনেমায় নিয়মিত অভিনয় করছেন দীঘি। এরইমধ্যে তার অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তেও দেখা যাবে তাকে।