English Version
আপডেট : ২১ মার্চ, ২০২২ ১৪:১৬

মা হচ্ছেন সোনম কাপুর

অনলাইন ডেস্ক
মা হচ্ছেন সোনম কাপুর

মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আজ সোমবার (২১ মার্চ) সকালে সুখবরটি সোনম নিজেই জানিয়েছেন। বেবি বাম্পসহ তোলা ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে বিষয়টি জানান এই তারকা। এমন সংবাদে খুশির জোয়ার বইছে সোনমের ভক্তদের মধ্যে।

শেয়ার করা ছবিতে স্বামী আনন্দের কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখা যাচ্ছে সোনমকে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, চারটি হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দেবে। যারা একসাথে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে। যারা তোমায় ভালোবাসা দেবে তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।

এমন সংবাদে কাপুর পরিবারে আনন্দের জোয়ার বইছে। প্রথমবারের মতো নানা হচ্ছেন অনিল কাপুর। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেল, বর্তমানে লন্ডনের নটিং হিলে রয়েছেন সোনম ও তার স্বামী আনন্দ। সেখানে তাদের নিজস্ব বাংলোতেই বসবাস করছেন।

২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। এরপর একাধিকবার তার মা হতে যাওয়ার গুঞ্জন চাউর হয়ছে, তবে এ গুঞ্জন সত্যি নয় বলে দাবি করেন সোনম। অবশেষে সংসার আলো করে আসতে যাচ্ছে এই দম্পতির প্রথম সন্তান।