English Version
আপডেট : ১৯ মার্চ, ২০২২ ১৩:৫৮

বায়োপিকের নাম পরিবর্তন হয়নি, সেটা ছিল ওয়ার্কিং টাইটেল : শুভ

অনলাইন ডেস্ক
বায়োপিকের নাম পরিবর্তন হয়নি, সেটা ছিল ওয়ার্কিং টাইটেল : শুভ

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিকের নাম বদলে গেছে? এই প্রশ্ন এখন চলচ্চিত্রপ্রেমীদের মুখে। কারণ বঙ্গবন্ধু বায়োপিকের প্রথম পোস্টার অবমুক্ত করা হয়েছে আজ বৃহস্পতিবার। এই পোস্টারে উঠে এসেছে বঙ্গবন্ধুর ৭ মার্চের একটি ভঙ্গিমা। পোস্টারের ওপরে লেখা 'মুজিব' ট্যাগলাইনে লেখা রয়েছে ‘একটি জাতির রূপকার’।

এদিন দুপুরে এফডিসিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে পোস্টারটি অবমুক্ত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করা আরিফিন শুভ, এফডিসির ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজন।

পোস্টারে মুজিব লেখা থাকলেও এটিই সিনেমার নাম কি না অথবা এই পোস্টারেও অন্য কোনো বিষয় রয়েছে কি না সেটা স্পষ্ট নয়। তবে এ বিষয়ে আরিফিন শুভ জানালেন সিনেমার নাম পাল্টেনি।

বৃহস্পতিবার বিকেলে কালের কণ্ঠকে শুভ বললেন, ‘‘বঙ্গবন্ধুকে নিয়ে একটি কাজ শুরু হয়েছিল যার ওয়ার্কিং টাইটেল ছিল বঙ্গবন্ধুর বায়োপিক। কার বায়োপিক? বঙ্গবন্ধুর, কিন্তু সেটা তো আর সিনেমার নাম হতে পারে না। কাজটা শেষ হয়েছে। এখন দর্শকদের জন্য একটি নাম নির্ধারণ করা হয়েছে, যার নাম ‘মুজিব-একটি জাতির রূপকার। ’’

আরিফিন শুভ আরো বলেন, ‘এটি যেহেতু দুই দেশের প্রযোজনার ছবি আর একজন বড় নির্মাতা এটি নির্মাণ করেছেন, তাই সব মিলিয়ে এই নামটা অফিসিয়ালি প্রকাশ করতে সময় লেগেছে। ’

মুম্বাইয়ে শহরতলির এক প্রান্তে পাহাড়, লেক আর গাছগাছালিতে ঘেরা দাদাসাহেব ফালকে 'চিত্রনগরী' বা ফিল্মি সিটি - সেখানেই 'বঙ্গবন্ধু' বায়োপিকের অনেকাংশ শুটিং হয়েছে। অ্যারে পার্ক নামে একটা বিস্তীর্ণ সবুজ পাহাড়ি অরণ্যের কোলে বিছানো এই ফিল্ম সিটি, তারই অন্তত ছয়টি লোকেশনে করা হয় বঙ্গবন্ধুর সেট। বাকিটা ঢাকায়। বঙ্গবন্ধুর পূর্ণাঙ্গ বয়সের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। আজ ১৭ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। সেটা পিছিয়ে গেছে।