English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ২১:৩৮

বিয়ের পর পাপারাৎজিদের মিষ্টিমুখ করালেন ফারহান-শিবানী

অনলাইন ডেস্ক
বিয়ের পর পাপারাৎজিদের মিষ্টিমুখ করালেন ফারহান-শিবানী

গায়ে এখনও বিয়ের গন্ধ লেগে। দম্পতি হিসেবে প্রথম সবার সামনে ফারহান আখতার ও শিবানী দান্দেকর। গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) পাপারাৎজির ক্যামেরায় ধরা দিলেন তারা। শুভ কাজের পর পাপারাৎরাজিকেও মিষ্টি মুখ করিয়েছেন তারা।

এদিন ফারহান পরেছিলেন সোনালি রঙের পাঞ্জাবি ও জওহর কোট। নববধূ শিবানী সেজে উঠেছিলেন বেইজ রঙের এমব্রয়ডারি শাড়িতে। তার কানে ও গলায় মানানসই ভারী গয়না। হাতে একাধিক অলঙ্কার। দুইজনের মুখেই ঝলমলে হাসি।

এর আগে গত শনিবার (১৯ ফেব্রুয়ারি) খন্ডালায় ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানে একে অপরের নামে শপথ নিয়ে বিয়ে করেছেন ফারহান ও শিবানী। পরিবার-পরিজনদের সঙ্গেই সেখানে উপস্থিত ছিলেন হৃতিক রোশন ও রিয়া চক্রবর্তীর মতো তারকারা।

বিশেষ দিনে লাল রঙের গাউনে সেজেছিলেন শিবানী। নিজের জন্য কালো স্যুট প্যান্ট বেছে নিয়েছিলেন ফারহান। নাচগান থেকে খাওয়াদাওয়া— তালিকা থেকে বাদ পড়েনি কিছুই।

তবে গতকাল ছিল ফারহান ও শিবানীর আসল বিয়ে। আসলে আইনি মতে বিয়ের পর্ব সারেন দুইজনে। আগের দিন কোনও ধর্মীয় রীতি মেনে বিয়ে করেননি জুটি, হয়নি বিয়ের রেজিস্ট্রিও। এদিন স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে আইনি বিয়ে করেন ফারহান ও শিবানী।

এদিকে বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছিল যে শিবানী কী অন্তঃসত্ত্বা। সেই কারণেই কি বিয়ের তারিখ তড়িঘড়ি এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে এগিয়ে নিয়ে এসেছেন তারকা জুটি। যদিও এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, বিয়ের বর প্রথমবার প্রকাশ্যে ধরা দিয়ে কি সেই জল্পনা শিলমোহর দিলেন ফারহান ও শিবানী।