English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ২১:২৯

পরিবারে বৈষম্যের অভিযোগ আনলেন অমিতাভের নাতনি

অনলাইন ডেস্ক
পরিবারে বৈষম্যের অভিযোগ আনলেন অমিতাভের নাতনি

পরিবারে কন্যার চেয়ে পুত্রসন্তান বেশি সুবিধা পেয়ে থাকেন—এ অভিযোগ বহু পুরোনো। দিন বদলেছে, বদলে গেছে মানুষের চিন্তার পরিধি। তারপরও এই বৈষম্য এখনো সমাজে বিরাজমান। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো—এবার বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলী নন্দা। কারণ তার পরিবারেও এই বৈষম্য রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চন এবং তার স্বামী নিখিল নন্দার সন্তান নব্য। তার একটি ছোট ভাইও রয়েছে। নাম তার অগস্ত্য। দ্য পিপলকে দেওয়া এক সাক্ষাৎকারে নব্য বলেন—এরকম খানিকটা আমাদের বাড়িতেও রয়েছে। ধরুন, যখনই দেখি বাড়িতে কোনো অতিথি আসছেন আমার মা সবসময় আমাকেই এগিয়ে দেন তাদের স্বাগত জানানোর জন্য। কিংবা ধরুন, তাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে তা দেখভাল করার জন্য। অদ্ভুত লাগে এই ভেবে যে, আমার ভাইও তো রয়েছে, তাকে তো বলা হয় না; সেও তো আমারই মতো এই ব্যাপারগুলো সামলাতে পারে।’

নব্যর দাবি—এমন ঘটনা একান্নবর্তী পরিবারে বেশি ঘটে। তা জানিয়ে নব্য বলেন, ‘বিশেষ করে একান্নবর্তী পরিবারে এই ব্যাপারটাই হয়ে থাকে। অতিথিদের আদর-আপ্যায়ন কিংবা দেখভালের বিষয়টি সবসময় মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হয়। সেই বাড়িতে পুরুষ থাকলেও, তাদের উপর কখনই এই নির্দেশ দেওয়া হয় না। আমার মনে হয়, এই ব্যাপারগুলোর মাধ্যমে একজন মেয়ের মনে এই ধারণা বদ্ধমূল করে দেওয়া হয় যে, বাড়ি সামলানোর দায়িত্ব স্রেফ মেয়েদেরই!’

অমিতাভ বচ্চনের নাতনির এমন অকপট ভাষ্য এখন ভাইরাল নেটমাধ্যমে। নেটিজেনরাও তার ভাবনার প্রশংসা করছেন। এ তালিকায় রয়েছেন—প্রখ্যাত পরিচালক জোয়া আখতারও।