English Version
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৩৪

করোনায় আক্রান্ত ডলি জহুর

অনলাইন ডেস্ক
করোনায় আক্রান্ত ডলি জহুর

করোনাভাইরসে আক্রান্ত হয়েছেন বরেণ্য অভিনেত্রী ডলি জহুর।অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এতথ্য জানিয়েছেন। 

তিনি বলেছেন, ‘আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী ডলি জহুর করোনা পজেটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সাথে দেখা করার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। তাই অযথা হাসপাতালে কেউ ভিড় করবেন না। সবাই ডলি মা’র জন্য দোয়া করবেন।’

জানা গেছে, ডলি জহুর বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। বর্ষীয়ান এই অভিনেত্রীর মধ্যে অবশ্য জটিল কোনো লক্ষ্মণ দেখা যায়নি। তাই ধারণা করা হচ্ছে, শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন।

উল্লেখ্য, দীর্ঘ দুই বছর অস্ট্রেলিয়ায় ছিলেন ডলি জহুর। তার একমাত্র ছেলে রিয়াসাত বসবাস করেন অস্ট্রেলিয়ায়। করোনার প্রকোপ শুরু হওয়ার আগে ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। এরপর করোনার কারণে আর ফিরতে পারেননি। অবশেষে গত জানুয়ারি মাসে ঢাকায় ফেরেন নন্দিত এই অভিনয়শিল্পী।