English Version
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২২ ১২:২৩

এবার বাংলাদেশি নুসরাতের সঙ্গে যশের রোমান্স

অনলাইন ডেস্ক
এবার বাংলাদেশি নুসরাতের সঙ্গে যশের রোমান্স

টলিউড অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ নুসরাত জাহানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ওপারের অভিনেতা যশ দাশগুপ্ত। তাদের সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই, যদিও বিতর্ককে পাত্তা দেন না তিনি। তবে এবার ‘নুসরাত জাহানকে ভুলে’ বাংলাদেশি নুসরাত ফারিয়ার সঙ্গে জমবে যশের রোম্যান্স। আর পুরোটাই ঘটবে অনস্ক্রিনে।

সৌজন্যে পরিচালক অংশুমান প্রত্যুষের নতুন ছবি ‘রকস্টার’। নাম শুনেই বোঝা যাচ্ছে এই ছবিতে একজন রকস্টারের ভূমিকায় অভিনয় করবেন যশ। ইতোমধ্যেই ছবির শুটিং শুরু করে ফেলেছেন অভিনেতা। 

অংশুমান প্রত্যুষের ‘এসওএস কলকাতা’ ছবির সেটেই শুরু যশরত-এর প্রেমকাহিনি। এইবার সন্ত্রাসবাদ নয়, সম্পর্কের গল্প বলবেন পরিচালক। এক রক শিল্পীর জীবনের উত্তান-পতন উঠে আসবে ছবিতে। স্বাভাবিকভাবেই এই ছবির গুরুত্বপূর্ণ অংশ মিউজিক। যার দায়িত্বভার থাকছে প্রতীক কুণ্ডু আর অমিত-ঈশানের ওপর। ছবিটি প্রযোজনার দায়িত্বে থাকছেন অরিন্দম দাস, শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। সূত্র: হিন্দুস্তান টাইমস