English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:২৯

এইচএসসিতে দীঘিকে টপকে গেলেন পূজা

অনলাইন ডেস্ক
এইচএসসিতে দীঘিকে টপকে গেলেন পূজা

বিনোদন জগতের অতি পরিচিত দুই মুখ চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি এবং চিত্রনায়িক পূজা চেরির এইচএসসির ফল বেরিয়েছে। ফলাফলে দেখা গেছে দীঘির চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন পূজা। 

এইচএসসিতে ৪.০৮-জিপিএ নিয়ে পাস করেছেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত নায়িকা পূজা চেরি।অন্যদিকে দীঘি পেয়েছেন ৩.৭৫।

রোববার (১৩ ফেব্রুয়ারি) এই ফল প্রকাশ করা হয়। পূজা চেরি সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন।আর দীঘি স্টামফোর্ড কলেজে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

এই ফল পেয়েও দারুণ খুশি পূজা। বলেন, ‘পরীক্ষার আগে আমি টানা শুটিং করেছি। তারপর পরীক্ষায় অংশ নিয়েছি, স্বাভাবিকভাবে এই ফলে আমি সন্তুষ্ট। বাবা-মা, পরিবারের সবাই খুশি। তবে মনে হচ্ছে আরেকটু বেশি পয়েন্ট পেলে ভালো হতো।’

পূজা আরও জানিয়েছেন, ভবিষ্যতে আইন নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তার। সামনে সেভাবেই পরিকল্পনা সাজাবেন।

ফলের ব্যাপারটি গণমাধ্যমকে নিশ্চিত করে দীঘি বলেন, কিছুক্ষণ আগেই রেজাল্ট পেলাম। আমি ৩.৭৫ পেয়ে পাশ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সামনে শিক্ষাজীবনে আরও ভালো করতে পারি।