English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:১৯

বাবা হারালেন তানজিন তিশা

অনলাইন ডেস্ক
বাবা হারালেন তানজিন তিশা

দেশীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বাবা আব্দুল কাশেম আর নেই। শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অভিনেতা তৌসিফ মাহবুব খবরটি নিশ্চিত করে গণমাধ্যমে জানিয়েছেন, তানজিন তিশার বাবা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, সন্ধ্যার আগ পর্যন্ত তার অবস্থা কিছুটা স্থিতিশীল থাকলেও, সন্ধ্যার পর হঠাৎ খারাপ হতে শুরু করে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মৃত্যুবরণ করেন তিনি।