English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২২ ১১:১১

এফডিসিতে ‘ময়ূরাক্ষী’ হয়ে আসছেন ববি

অনলাইন ডেস্ক
এফডিসিতে ‘ময়ূরাক্ষী’ হয়ে আসছেন ববি

প্রায় দুই বছর পর ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন চিত্রনায়িকা ববি। আগামী ১ ফেব্রুয়ারি থেকে তিনি ‘ময়ূরাক্ষী’ সিনেমার শুটিং করবেন বলে জানা গেছে। 

আজ ইন্টারন্যাশনালের প্রযোজনায় এরই মধ্যে সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। সেখানে ববিকে শাড়ি পরা বোল্ড দৃশ্যে দেখা গেছে। হাতে জ্বলন্ত সিগারেট। মুখ থেকে বের হচ্ছে ধোঁয়া। তাকিয়ে আছেন উদাস ভঙ্গিতে। মেঝেতে পুড়ছে খবরের কাগজ। সেই খবরের কাগজে আছে তারই ছবি। 

গোলাম রাব্বানীর চিত্রনাট্যে প্রেম ও প্রতারণার গল্প ‘ময়ূরাক্ষী’। প্রথম দিনের শুটিংয়ে অংশ নেবেন ববি, শিরিন শিলা ও দীপ। রাইজিংবিডিকে জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ।