English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০২২ ১১:১৩

নিপুণ আমার সহকর্মীর মেয়ে, আপত্তিকর প্রস্তাব দেওয়ার প্রশ্নই উঠে না : পীরজাদা হারুন

অনলাইন ডেস্ক
নিপুণ আমার সহকর্মীর মেয়ে, আপত্তিকর প্রস্তাব দেওয়ার প্রশ্নই উঠে না : পীরজাদা হারুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে হেরে গেছেন নিপুণ আক্তার। গতকাল রবিবার সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন নিপুণ। তিনি বলেছেন, ‘ভোটের দিন সকালে নির্বাচন কমিশনার পীরজাদা হারুন আমার কাছে তার দুই গালে দুটো চুমু খেতে বলেছিলেন। তখনই উনার গালে চড় দিয়ে আমার ইলেকশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিল।’

নিপুণের অভিযোগের জবাবে পীরজাদা হারুন বলেছেন, ‌‘এরকম কোনো ঘটনা ঘটেনি। এটা সত্য নয়। এরকম কোনো ঘটনা প্রকাশ্যে ঘটার কথাও নয়। এটা সে হয়তো হাসির ছলে, ঠাট্টার ছলে বলেছে। এরকম কোনো ঘটনা সেদিন ঘটেনি। ঘটার সুযোগ ছিল না। এরকম ঘটনা ঘটবে কেন? ঘটার সুযোগ নেই, প্রকাশ্যে, জনগণের সামনে। এরকম কথা আমার মুখ দিয়ে আসার কথা না। তার সাথে তো আমার ওই সম্পর্ক না। সে আমার সহকর্মীর মেয়ে। সে আঙ্কেল ডাকে আমাকে। সেখানে তো এটা বলার প্রশ্নই উঠে না।’

নিপুণের এমন অভিযোগের কারণে মানহানির মামলা করবেন না বলে জানিয়েছেন পীরজাদা হারুন। তিনি বলেন, ‘আজকে অভিযোগ উঠেছে, কাল এ অভিযোগ নাও থাকতে পারে।’