English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০২২ ১৪:৪১

করোনায় আক্রান্ত কাজল

অনলাইন ডেস্ক
করোনায় আক্রান্ত কাজল

এবার করোনা পজিটিভ হলেন অভিনেত্রী কাজল দেবগন। রোববার ইনস্টাগ্রামে মেহেদি হাতে মেয়ে নিয়াশার ছবি পোস্ট করেছেন কাজল। সেই ছবির ক্যাপশনে কাজল জানান নিজের ছবি পোস্ট করতে পারছেন না। কারণ, করোনায় আক্রান্ত হওয়ায় সর্দিতে ব্যতিব্যস্ত তিনি।

পোস্টে বলিউডের এ আরও জানান, আপাতত তিনি আইসোলেশনে রয়েছেন। মেয়েকে ‘মিস’ করছেন।

কাজলের মেয়ে পড়াশোনা সূত্রে রয়েছেন সিঙ্গাপুরে। তবে কাজলের স্বামী অজয়ও করোনায় আক্রান্ত কি না তা অবশ্য জানা যায়নি।

আপাতত ‘দ্য লাস্ট হুরেই’ সিনেমায় কাজলের শুটিং বন্ধ থাকছে বলে জানা গেছে।