English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০২২ ১৫:১১

মিশা-জায়েদের বিরুদ্ধে মামলা করবেন আলমগীর

অনলাইন ডেস্ক
মিশা-জায়েদের বিরুদ্ধে মামলা করবেন আলমগীর

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন উপলক্ষ্যে আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) মগবাজার কনভেনশন সেন্টারে পরিচিতি পর্ব সেরেছেন কাঞ্চন-নিপুণ প্যানেল। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে চলছে আয়োজন।

আজ কাঞ্চন-নিপুণ প্যানেলকে শুভেচ্ছা জানাতে নানা প্রজন্মের চলচ্চিত্র শিল্পী ও কলাকুশীরা এসেছেন। হাজির ছিলেন চিত্রনায়ক আলমগীরও৷

তিনি তার শুভেচ্ছা বক্তব্যে মিশা-জায়েদকে চ্যালেঞ্জ করে বলেন, '১৮৪ জন ভোটার বাতিলের রেজ্যুলিউশনটা আমাকে দেখাও। সেখানে আমার স্বাক্ষর আছে, আমি জড়িত আছি এটা প্রমাণ করতে পারলে আমি কথা দিলাম তোমাদের প্যানেলকে ভোট দেবো।

আর যদি প্রমাণ না দিতে পারো তবে আমি তোমাদের নামে আইনি ব্যবস্থা নেবো৷ ফারুক ভাই, সোহেল রানা ভাই, উজ্জ্বল ভাই যদি আমার সঙ্গে নাও আসেন, আমি একাই তোমাদের নামে ফৌজদারি মামলা করবো।'

তিনি মিশা-জায়েদকে আরও বলেন, 'মিথ্যার বেসাতি বন্ধ করো। আল্লাহকে ভয় করো৷ নতুবা আল্লাহই টেনে নামাবে। আমরা যারা আছি, ইন্ডাস্ট্রির গাছের মতো৷ আমাদের মেরে ফেলে আগায় পানি দিও না। পাতাগুলো ঝরে যাবে। অলরেডি যাচ্ছে। সতর্ক হও৷

আমাদের কাছে আসলে ভালো পরামর্শের জন্য আসো৷ আমরা যারা আছি মোস্ট সিনিয়র, সবাই চাই চলচ্চিত্রের অবস্থা ভালো হোক।'

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আলমগীর বলেন, 'আজ এখানে ইলিয়াস কাঞ্চন আছে। সভাপতি পদে নির্বাচন করছে। ও এমন একজন মানুষ যার আসলে প্রশংসার শেষ নেই। ওর সাথে কথা বললে মনে হয় বড় ভাইয়ের সাথে কথা বলছি। প্রায়ই ভাবি, ও আমার বড় ভাই হলো কবে। ওর কথা শুনলে মুগ্ধ হই।