English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০২২ ০৭:১২

হঠাৎ পুরুষ বেশে মিম, কিন্তু কেন?

অনলাইন ডেস্ক
হঠাৎ পুরুষ বেশে মিম, কিন্তু কেন?

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। তবে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু হলেও মিম এখন একজন জনপ্রিয় চিত্রনায়িকা। সম্প্রতি নতুন বছরের শুরুর দিকে বিয়ে করেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করায় বর্তমানে আলোচনায় মিম। গতকাল একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছেন বিদ্যা সিনহা মিম। রনি ভৌমিকের নির্দেশনায় বিজ্ঞাপনচিত্রটিতে তিন চরিত্রে দেখা যাবে তাঁকে।

মিম জানান, একই সঙ্গে তিনি স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার চরিত্রে অভিনয় করেছেন। মিম বলেন, ‘এর আগে দ্বৈত চরিত্রে অভিনয় করেছি নাটকে এবং বিজ্ঞাপনচিত্রে। কিন্তু কখনোই একসঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করিনি। মজার বিষয় হলো, এবারই প্রথম পুরুষ চরিত্রে দেখা যাবে আমাকে। দারুণ একটা অভিজ্ঞতা হলো বিজ্ঞাপনচিত্রটির শুটিং করতে গিয়ে।’ মিম আরো জানান, ১৭ জানুয়ারি বিজ্ঞাপনচিত্রটির শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরীক্ষার ফল হাতে পাননি বলে সেদিন শুটিং হয়নি। অবশেষে গতকাল তিনি নেগেটিভ ফল হাতে পেয়েছেন। এ বিষয়টি নিয়ে বলেন, ‘আমার শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। কিছু মানুষের অযথা খোঁচাখুঁচির কারণে পরীক্ষা করাতে হলো। আমি বরাবরই বলে এসেছি, করোনা হয়নি। এবার তাঁদের খাতা-কলমে দেখালাম যে আমিই ঠিক ছিলাম।’

উল্লেখ্য, গত ১০ নভেম্বর জন্মদিনে বাগদান সারেন মিম। তিনি বিয়ে করেছেন কুমিল্লার ছেলে সনি পোদ্দারকে। যিনি পেশায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। তখন মিম জানিয়েছিলেন, তাদের ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক। একটা সময় দুই পরিবারের সদস্যদের এ সম্পর্কের কথা জানানো হয়। দুই পরিবারই শুরু থেকে তাদের সম্পর্কের ব্যাপারে ইতিবাচক ছিল। তাই পারিবারিক সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে।