English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০২২ ১৬:৫২

করোনায় আক্রান্ত ন্যান্সি

অনলাইন ডেস্ক
করোনায় আক্রান্ত ন্যান্সি

এবার করোনায় আক্রান্ত হলেন সংগীতশিল্পী ন্যান্সি। গেল সপ্তাহেই সন্তানের মা হয়েছেন তিনি। এরমধ্যেই ভাইরাসে আক্রান্ত হন।

ন্যান্সি জানান, রবিবার রাত থেকে অসুস্থ বোধ করছিলেন। এরপর সোমবার (১৭ জানুয়ারি) কোভিড টেস্ট করান। মঙ্গলবার পজিটিভ ফলাফল হাতে পান। এরপর থেকে তিনি আইসোলেশনে আছেন, নিচ্ছেন চিকিৎসকের পরামর্শ।

ন্যান্সির স্বামী গীতিকবি মহসীন মেহেদী জানান, তিনিসহ পরিবারের অন্য সদস্যরা এখনও আক্রান্ত নন। তাদের মধ্যে কোনও উপসর্গ নেই।

গত ১৩ জানুয়ারি তৃতীয় সন্তানের মা হচ্ছেন বলে জানান দেন নাজমুন মুনিরা ন্যানসি। বিয়ের ছয় মাসের ব্যবধানে এই সুখবর জানান তিনি। গত বছরের আগস্টে মহসীন মেহেদী ও ন্যানসি বিয়ে বন্ধনে আবদ্ধ হন।