English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০২২ ১১:৫৩

ফের করোনায় আক্রান্ত আসাদুজ্জামান নূর

অনলাইন ডেস্ক
ফের করোনায় আক্রান্ত আসাদুজ্জামান নূর

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর। রবিবার নূরের করোনা পজিটিভ জানা যায়। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন আসাদুজ্জামান নূর।

আসাদুজ্জামান নূরের করোনা আক্রান্তের খবরটি সোমবার সকালে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।

তিনি বলেন, জাতীয় সংসদ অধিবেশনে যাওয়ার জন্য করোনা পরীক্ষা করেছিলেন নূর ভাই। তখন তার রেজাল্ট পজিটিভ আসলে সংসদে না গিয়ে তিনি বাসায় চলে যান। বর্তমানে বাসাতে থেকেই চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন তিনি।