English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০২২ ০৭:২৮

নির্বাচন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন অনন্ত জলিল

অনলাইন ডেস্ক
নির্বাচন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন অনন্ত জলিল

কয়েকদিন পরেই চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। চলচ্চিত্র পাড়ায় নির্বাচনের হাওয়া বইছে। নিয়মিত শিল্পীরা এফডিসিতে আসছেন। অন্যদিকে প্রার্থীরাও ভোট চাইছেন শিল্পীদের কাছে। এদিকে এতোদিন নির্বাচনের বিষয়ে নীরব ছিলেন অনন্ত জলিল। আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) অনন্ত জলিল তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে নির্বাচন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই! শিল্পীদের পাশে আমি ছিলাম, আছি, থাকব। তবে কোনো ধরনের নির্বাচনের সঙ্গে আমি জড়িত থাকব না। হোক সেটি শিল্পী সমিতির নির্বাচন অথবা রাজনৈতিক নির্বাচন। আমি আমার গার্মেন্টসের ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকি। সবাইকে ধন্যবাদ।’ আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের বিপক্ষে লড়বে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেতা পীরজাদা হারুন। তাঁর সঙ্গে থাকবেন বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে পরিচালক সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।