English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০২২ ১১:৫১

বিপদে পড়লেন নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক
বিপদে পড়লেন নুসরাত ফারিয়া

সম্প্রতি রাজধানীর একটি পিলাটিস সেন্টারে গিয়ে দুই বাংলার জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া বিশেষ ধরনের ব্যায়ামের সরঞ্জামাদি দিয়ে ব্যায়াম করতে গিয়েই গিয়ে হাতের কবজিতে আঘাত পেয়েছেন। এ বিষয়ে ফারিয়া বলেন, সব সময় তো জিমে গিয়ে ওয়ার্ক আউট করাই হয়। দুই-তিন দিন আগে পিলাটিস করতে গিয়ে হাত মচকে ফেলেছি। হাতে প্লাস্টার না করলে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। এক সপ্তাহ পর ব্যান্ডেজ খোলা হবে।

সম্প্রতি ‘মহানগর’খ্যাত নির্মাতা পারভেজ আমিনের প্রথম ওয়েব ফিল্ম ‘পর্দার আড়ালে’-তে যুক্ত হন নুসরাত ফারিয়া। এটির শুটিং শুরু হওয়ার কথা ছিল ১৮ জানুয়ারি। কিন্তু শুটিংয়ে আপাতত অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে তার।ফারিয়া বললেন, আমার মনে হচ্ছে কয়েকটা দিন পেছাতে হতে পারে শুটিং। কারণ হাত না ভাঙলে চোটটি খুব একটা হালকা নয়, ব্যান্ডেজ খোলার পরই আসলে বলা যাবে।