English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০২২ ১২:৩৬

টালিউডে করোনার হানা, এবার সপরিবার আক্রান্ত ঋতুপর্ণা

অনলাইন ডেস্ক
টালিউডে করোনার হানা, এবার সপরিবার আক্রান্ত ঋতুপর্ণা

ভারত বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও এবার করোনায় আক্রান্ত। শুধু অভিনেত্রী নিজেই নন আক্রান্ত হয়েছেন সপরিবার।

ঋতুপর্ণা পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’ সিনেমার শুটিং করতে দার্জিলিংয়ে গিয়েছিলেন। শীতের দার্জিলিং উপভোগ করার জন্য স্বামী সঞ্জয়সহ পরিবারের সবাইকে নিয়ে গিয়েছিলেন তিনি।

ফিরে এসে ঠান্ডা লাগে সকলের। পরীক্ষা করে দেখা যায় সঞ্জয় ছাড়া সকলের পরীক্ষার ফল পজিটিভ।গণমাধ্যমকে অভিনেত্রী জানান, “দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিল। তারপরেই ঠান্ডা লাগে। পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়ে। আমার শাশুড়ির ভাগ্যিস হয়নি। উনাকে অন্য বাড়ি পাঠিয়েছি। আমরা বাড়ির সবচেয়ে উঁচু তলায় নিজেদের বন্দি করেছি। ”

টালিপাড়ায় করোনা সংক্রমণের তালিকা বেড়েই চলেছে। গতকাল রাতে জানা যায় শ্রীলেখা মিত্রও করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত অভিনেতা সোহম চক্রবর্তীও।

এছাড়াও করোনা আক্রান্ত শুভশ্রী গাঙ্গুলি, রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রেশমি সেন, মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র ও দেবের মতো তারকারা।