English Version
আপডেট : ৩ নভেম্বর, ২০২১ ১৫:৫৮

শাহরুখ খানের জন্মদিনে বুর্জ খলিফায় আলোকসজ্জা

অনলাইন ডেস্ক
শাহরুখ খানের জন্মদিনে বুর্জ খলিফায় আলোকসজ্জা

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বুর্জ খলিফায় এবারও করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা।যদি এবার ঘটা করে তার জন্মদিন পালন করবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন শাহরুখ।

কেবল ছেলে আরিয়ানের দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের নিয়ে ঘরোয়াভাবে সংক্ষিপ্ত পরিসরে একটি অনুষ্ঠান করার কথা ছিল।খবর ডিএনএর।

তবে দুবাইয়ের আইকনিক টাওয়ার বুর্জ খলিফায় মঙ্গলবার রাতে লেখা হয়েছে, ‘উই লাভ ইউ শাহরুখ’ (শুভ জন্মদিন বলিউডের বাদশাহ)।  সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গেছে।

২০১৯ সাল থেকে বুর্জ খলিফায় এ বলিউড তারকার নাম উঠছে। শাহরুখও পাল্টা ভিডিওতে সবাইকে জানিয়েছেন আন্তরিক কৃতজ্ঞতা আর শুভকামনা।

বলিউড বাদশাহ শাহরুখ খানের জীবনে বিশেষ দিন আজ। জীবনে ৫৬ বসন্ত পেরিয়ে ৫৭-তে পা দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা উপহার দেওয়া এই নায়ক।

প্রতি বছর ঘটা করেই জন্মদিন পালন করেন শাহরুখ খান। ভক্ত-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হন। এবার ভিন্ন পরিবেশে জন্মদিন এসে দাঁড়িয়েছে তার সামনে।

ছেলে আরিয়ান মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর বড় ঝড় বয়ে গেছে বলিউড সুপারস্টারের জীবনে। ছেলে সম্প্রতি জামিনে মুক্ত হলেও শাহরুখের জীবনে যে ঝড় বয়ে গেছে তার রেশ এখনও কাটেনি। এ কারণে আগের মতো এবার জন্মদিন পালন করা হবে না। সেটি আগেই জানিয়ে দিয়েছিলেন শাহরুখ।