English Version
আপডেট : ৯ অক্টোবর, ২০২১ ১৪:২১

১ দিনের রিমান্ডে আর জে নীরব

অনলাইন ডেস্ক
১ দিনের রিমান্ডে আর জে নীরব

প্রতারণার অভিযোগে কিউকম ই-কমার্স প্রতিষ্ঠানের হেড অফ সেলস আরজে নীরবকে শুক্রবার ভোরে রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন বিকালে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক গণমাধ্যমে বলেন, গ্রেপ্তারকৃত আরজে নীরব ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) হেড অফ সেলস হিসেবে কর্মরত। প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে এক ভুক্তভোগী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার ভুক্তভোগী আব্দুল্লাহ খাঁন তার এজাহারে বলেন, কম মূল্যে পণ্য কেনার অফারে মোটরসাইকেলসহ কিউকম-এ বেশ কিছু অর্ডার করেছিলেন তিনি। এরপর ফস্টার পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা পরিশোধ করা হয়।