English Version
আপডেট : ৫ অক্টোবর, ২০২১ ১৭:৫০

বিজ্ঞাপনে ওমর সানী-মৌসুমী

অনলাইন ডেস্ক
বিজ্ঞাপনে ওমর সানী-মৌসুমী

চিত্রনায়ক ওমর সানীর প্রযোজনায় নির্মাতা তোহা মোরশেদ দু’টি টেলিফিল্ম নির্মাণ করেছিলেন। একটি ‘অ্যাসাইনম্যান্ট’ অন্যটি ‘হার্টবিট’। ‘অ্যাসাইনম্যান্ট’-এ তোহা’র নির্দেশনায় ওমর সানী ও প্রিয়দর্শিনী মৌসুমী অভিনয় করেছিলেন। বেশ কয়েক বছর বিরতির পর আবারও তার নির্দেশনায় এবার ওমর সানী-মৌসুমী একটি বিজ্ঞাপনে একসঙ্গে মডেল হিসেবে কাজ করলেন। চুলের যত্নে বাজারে নতুন এসেছে ‘তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েল’।

তানিয়া এন্টারপ্রাইজের কর্ণধার তানিয়া আফরিন জানান মূলত এই বিজ্ঞাপনের মডেল হিসেবেই কাজ করেছেন ওমর সানী-মৌসুমী। এতে তাদের মেয়ের চরিত্রে মডেল হিসেবে আছে ছোট্ট তাসা। গেলো ৩ অক্টোবর রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে বিজ্ঞাপনটির শুটিং-এর কাজ সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে ওমর সানী বলেন,‘তোহা বলতে গেলে আমাদের নিজেদেরই মানুষ। আমার প্রযোজনা সংস্থা থেকে এর আগে তোহা টেলিফিল্ম নির্মাণ করেছিলো। সময়ের বিবর্তনে সে নিজেকে আরো গুছিয়ে নিয়েছে। ভালোভাবে যত্ন নিয়ে তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েল’র বিজ্ঞাপনটি নির্মাণ করার চেষ্টা করেছে। আশা করছি ভালো লাগবে।’

প্রিয়দর্শিনী মৌসুমী বলেন,‘বিজ্ঞাপনটিতে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে আমরা একটি পরিবারের মধ্যে কাজ করছি। কারণ এর আগে তোহা সানী’র প্রযোজনা সংস্থা থেকে টেলিফিল্ম নির্মাণ করেছিলো। সেই টিমটিই আমরা এবার একসঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছি। তোহা’র প্রতি, তার কাজের প্রতি আমাদের আস্থা আগে থেকেই ছিলো। যে কারণে বিজ্ঞাপনটিতে কাজ করতেও ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেছি। গল্পটা আমরা আলোচনা করেই তৈরী করেছি। সবমিলিয়েই একটি টিম ওয়ার্কের মধ্যদিয়ে একটি ভালো কাজই হয়েছে আমার মনে হচ্ছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

নির্মাতা তোহা মোরশেদ বলেন,‘সানী ভাই, মৌসুমী আপু আমার দু’জন ভীষণ প্রিয় এবং শ্রদ্ধার মানুষ। তারা আমার উপর আস্থা রেখে আবারো আমার সঙ্গে কাজ করেছেন এটা আমার সৌভাগ্য বলা চলে এবং বিষয়টি অবশ্যই আমার কাছে পুলকিত হবার এবং ভীষণ ভালোলাগারও বটে। আশা রাখছি আগামীতে আরো ভালো ভালো কাজ করবো আমরা একই পথে একসঙ্গে হেঁটে-ইশাআল্লাহ।’ তোহা, জানান শিগগিরই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন চ্যানেলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হবে। ওমর সানী-মৌসুমী এরইমধ্যে জাহিদ হোসেনের পরিচালনায় ‘মাতৃত্ব’ সিনেমার শুটিং-এ অংশ নিয়েছেন। বছরের শেষপ্রান্তে ওমর সানী জাহিদ হোসেনের ‘জাগরণ’ সিনেমার কাজ করার কথা। মৌসুমী এরইমধ্যে অংশ নিয়েছেন সুজনের ‘দেশান্তর’ সিনেমার কাজ-এ। চলতি মাসের মাঝামাঝি সময়ে তিনি আমেরিকা যাবেন।