English Version
আপডেট : ৫ অক্টোবর, ২০২১ ১৩:৫৯

বিয়ের সময় চলে গেছে: সালমান খান

অনলাইন ডেস্ক
বিয়ের সময় চলে গেছে: সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খানের সুবাদে বিগ বস রিয়্যালিটি শো’র জনপ্রিয়তা তুঙ্গে। এ কারণে তিনি অনুষ্ঠানটির জন্য বিপুল অংকের পারিশ্রমিকও নেন। জানা গেছে, এবারের বিগ বসে ১৪ সপ্তাহ সময় দেবেন অভিনেতা। এর জন্য পাচ্ছেন ৩৫০ কোটি রুপি! এই সুপারস্টারের বিয়ে নিয়ে বছরের পর বছর ধরে আলোচনা হয়ে আসছে। অনেকগুলো প্রেমের সম্পর্কে জড়িয়েছেনও ভাইজান। কিন্তু কোনো সম্পর্ককেই পূর্ণতা দেননি। বাঁধা পড়েননি দাম্পত্যের বাঁধনে। বিভিন্ন সময়ে বিয়ে নিয়ে বিভিন্ন মন্তব্যও করেছেন সাল্লু। কিন্তু নির্দিষ্ট করেননি কিছুই।

আবারও নিজের বিয়ে ইস্যুতে মুখ খুললেন এ নায়ক। গত শনিবার (২ অক্টোবর) শুরু হয়েছে সালমান সঞ্চালিত রিয়্যালিটি শো ‘বিগ বস সিজন ১৫’। এই সিজনে অংশ নিয়েছেন গায়িকা আফসানা খান। তিনিই ভাইজানের কাছে জানতে চান, বিয়ে করবেন কবে? জবাবে সালমান খান বলেন, ‘আমি এটা বলব না যে, বিয়ে করার কিছু সময় বাকি আছে। বরং বলব কিছুটা সময় চলে গিয়েছে।’ বিয়ের প্রসঙ্গের পর গায়িকা আফসানা আরও একটি প্রশ্ন করেন সালমানকে। সেটা ছিল, ‘আপনাকে ভাই ডাকা যাবে?’ উত্তরে সাল্লু বলেন, ‘অবশ্যই ডাকুন। কখনো কখনো আমার মনে হয়, আমি যেন গোটা দেশের ভাই হয়ে গেছি!’ সালমানের বিয়ে নিয়ে তার পরিবারের সদস্যদের প্রশ্নের মুখে পড়তে হয়। একবার তার বাবা সেলিম খানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ঈশ্বরও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না’।