English Version
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৪৩

‘তোমার মধ্যে বেঁচে থাকবো আরও বহুকাল’

অনলাইন ডেস্ক
‘তোমার মধ্যে বেঁচে থাকবো আরও বহুকাল’

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় জুটি অপু বিশ্বাস ও শাকিব খানের একমাত্র ছেলে আব্রাম খান জয়। তার জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শাকিব খান। ফেসবুকে ছেলের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘পৃথিবীর প্রায় সবকিছুর শেষ আছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই। কারণ তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার। শুধু জন্মদিনে নয়, তোমার জন্য আমার কাছে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য যা কিছু কল্যাণকর সবসময় পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। তোমার সঙ্গে আমি সবসময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।

বেঁচে থাকার পূর্ণ স্বার্থকতা অর্জন করো। ছাড়িয়ে যাও আমার সকল স্বপ্নের সীমানা। জীবনে সাফল্যের সবক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থাকো।

বিশ্বাস করি, যেদিন আমি থাকবো না সেদিন তোমার মধ্যে বেঁচে থাকবো আরও বহুকাল।তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন, আব্রাম খান জয়।’