English Version
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৪৫

‘গুনিন’ ছবিতে ফারিয়া নয় পরীমনি

অনলাইন ডেস্ক
‘গুনিন’ ছবিতে ফারিয়া নয় পরীমনি

বরেণ্য নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘গুনিন’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাত ফারিয়া। তবে শিডিউল জটিলতার কারণে সিনেমা থেকে সরে দাঁড়ান এই অভিনেত্রী। আর এখানে যুক্ত হলেন হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

শুক্রবার (১৭ সেপ্টম্বর) পরীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সেরেছেন নির্মাতা। এদিন সন্ধ্যায় চুক্তিবদ্ধ হন পরী।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘এ সিনেমায় “রাবেয়া” চরিত্রে দেখা যাবে পরীমনিকে। এই চরিত্রে অভিনেত্রী নুসরাত ফারিয়া আগে চুক্তিবদ্ধ হলেও শিডিউল জটিলতার কারণে তিনি সিনেমাটি করতে পারছেন না।’

এর আগে, পরীকে নিয়ে ‘স্বপ্নজাল’ নির্মাণ করেন ‘মনপুরা’খ্যাত এই নির্মাতা। পরীকে নিয়ে আবারও কাজ করার প্রসঙ্গে সেলিম বলেন, ‘তার সঙ্গে আগে আমার কাজের অভিজ্ঞতা আছে। আমার মনে হয়েছে, রাবেয়া চরিত্রটি পরী সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে।’

গিয়াস উদ্দিন সেলিম জানান, আগামী ১০ অক্টোবর থেকে সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা করেছেন তিনি।

প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুনিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। প্রযোজনায় আছে একটি ওটিটি প্লাটফর্ম।

‘গুনিন’-এ আরও অভিনয় করবেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম ও শরীফুল রাজ প্রমুখ। এরইমধ্যে সবার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে বলে জানান গিয়াস উদ্দিন সেলিম।