English Version
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১ ১০:১৫

পরীমণি হাসপাতালে

অনলাইন ডেস্ক
পরীমণি হাসপাতালে

কারাগার থেকে খুব বেশিদিন হয়নি মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি।  ১২ দিন যেতে না যেতে এর মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে শুরু করেছেন কাজ। সঙ্গ উপভোগ করছেন কাছের মানুষদের এবং মুক্ত জীবনের। কিন্তু হঠাৎ তাকে দেখা গেল রাজধানীর একটি হাসপাতালে।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকালে ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেন পরীমণি। যেগুলো তোলা হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে। ছবিতে পরীর গায়ে দেখা গেছে ধূসর সবুজ রঙের পাতলা টপস, মুখে মাস্ক এবং চোখে সাদা চশমা। ক্যাপশনে এ নায়িকা লিখেছেন, ‘এই একটার সাথে আমার কোনো ব্রেকআপ নাই।’

কথাটি যে তিনি হাসপাতালকে ইঙ্গিত করে বলেছেন, তা বোঝা যায়। শারীরিক অসুস্থতার কারণে প্রায়ই হাসপাতালে ছুটতে হয় তাকে। ভার্টিগো নামের একটি রোগে আক্রান্ত তিনি। অনেক দিন ধরেই রোগটি তাকে ভোগাচ্ছে। এ জন্য ভারতে গিয়ে পর্যন্ত চিকিৎসা নিয়েছেন নায়িকা। কিন্তু পুরোপুরি আরোগ্য লাভ করতে পারেননি।

ধারণা করা হচ্ছে, ওই রোগের জন্যই রোববার হাসপাতালে গিয়েছেন পরীমণি। এছাড়া এক মাস কারাবাসের ফলে মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। সেটার জন্যও যেতে পারেন। বিষয়টি জানার চেষ্টা করা হলেও পরীর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, কয়েক দিন আগেই সিনেমার কাজে ফিরেছেন পরীমণি। ‘মুখোশ’ নামের একটি সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন তিনি। আগামী অক্টোবরের শেষ সপ্তাহে ‘প্রীতিলতা’র শুটিংয়ের মাধ্যমে লাইট-ক্যামেরার সামনেও ফেরার কথা রয়েছে তার।