English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০২১ ১৩:১৮

বঙ্গবন্ধুকে নিয়ে বিবেকের গান ‘শ্রেষ্ঠ সন্তান’

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধুকে নিয়ে বিবেকের গান ‘শ্রেষ্ঠ সন্তান’

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে নিয়ে গান তৈরি করলেন সঙ্গীতশিল্পী-পরিচালক ইমতিয়াজ মজুমদার বিবেক। গানের শিরোনাম ‘শ্রেষ্ঠ সন্তান’।

শিব্বীর আহমেদের কথায় গানটির সুর করেছেন যৌথভাবে বিবেক ও ইরফানা তুষি। গেয়েছেন যথাক্রমে- ইমতিয়াজ মজুমদার বিবেক, শাহনাজ চিত্রা, তুহিন আসাদ, টুম্পা খান, ইরফান তুষি ও  শুভেন্দু দাস শুভ। সঙ্গীতায়োজন বিবেকেরই।

এ গান প্রসঙ্গে ইমতিয়াজ মজুমদার বিবেক বলেন, ‘দেশাত্মবোধের দায়বদ্ধতা ও বঙ্গবন্ধুর প্রতি প্রেম থেকেই গানটি তৈরি করা। এ গানের মাধ্যমে জাতির পিতাকে কাগজে-কলমে শ্রদ্ধা জানাতে পারলাম- এটাই সবচেয়ে ভালোলাগার বিষয়। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’

শোকের মাস গেলো আগস্টের শেষ সপ্তাহে নিজের ফেসবুক পেজে গানটি লিরিক্যাল ভিডিওতে প্রকাশ করেন বিবেক।

এদিকে, বিবেক বর্তমানে নিজের পাশাপাশি তরুণ বেশ ক’জন শিল্পীর জন্য নতুন গান তৈরি করছেন। শিগগিরই গানগুলো প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন তিনি।