English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০২১ ১৩:১৬

এবার সিমরিন লুবাবার কণ্ঠে ভাইরাল ‘মানিকে মাগে হিতে’

অনলাইন ডেস্ক
এবার সিমরিন লুবাবার কণ্ঠে ভাইরাল ‘মানিকে মাগে হিতে’

শিশুশিল্পী সিমরিন লুবাবা। বরেণ্য অভিনেতা আব্দুল কাদেরের নাতনি তিনি। দাদার হাত ধরেই অভিনয়ে নাম লেখান সিমরিন। ছোট্ট লুবাবা গাইতে পারেন গানও। তাই সম্প্রতি ভাইরাল হওয়া শ্রীলংকান গান ‘মানিকে মাগে হিতে’ নিজের কণ্ঠে কভার করলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সেনসেশন হয়ে উঠেছে সংগীতশিল্পী-গীতিকার ইয়োহানির ‘মানিকে মাগে হিতে’ গানটি। গত কয়েক দিনে উপমহাদেশের সমস্ত দেশে এই গান ভাইরাল হয়েছে। বিভিন্ন ভাষায় গানটির অসংখ্য কভার হয়েছে। গানটির সুর ও গায়কীর মায়াজালে মজেছেন সাধারণ শ্রোতাদের পাশাপাশি অমিতাভ বচ্চনের মতো তারকারাও।

তবে লুবাবা গানটি শ্রীলংকান ভাষাতেই গেয়েছেন। তার স্নিগ্ধ ও মিষ্টি কণ্ঠেও গানটি প্রশংসা কুড়াচ্ছে। লুবাবার জন্য এই গানের নতুন সংগীতায়োজন করেছেন শিহাব আশরাফুল।

জানা গেছে, ‘মানিকে মাগে হিতে’ গানটির একটি স্টুডিও ভার্সন প্রকাশ করেছেন লুবাবা। নিজের ফেসবুকের পাশাপাশি ‘সিমরিন লুবাবা’ নামের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হয়েছে। গানটির মধ্যে সিলেটের জনপ্রিয় লোকগীতি ‘নয়া দামান’ এর কিছু অংশ মিক্স করে গেয়েছেন তিনি। গানের রেকর্ডিং হয়েছে টিআর মিউজিক স্টুডিওতে।

গানটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে সিমরিন লুবাবা নিউজজি’কে বলেন, ‘প্রথমে ভয় লাগলেও বেশ আনন্দ নিয়ে গানটি গেয়েছি। দাদিও গানটি খুব পছন্দ করেছে। প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছি।’ সিমরিনের মা বলেন, ‘একজন প্রকৃত শিল্পী হতে হলে তাকে সব বিষয়ে পারদর্শী হতে হয়। সিমরিনকে একজন শিল্পী হিসেবে তৈরি করতে সব বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি। ‘মানিকে মাগে হিতে’ কভার করে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলো। এখন থেকে অভিনয়ের পাশাপাশি গানেও নিয়মিত পাওয়া যাবে।’

জানা যায়, আগামী শুক্রবার প্রকাশ হতে যাচ্ছে সিমরিন এর দ্বিতীয় কভার সং ‘আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার’ গানটি।

এরই মধ্যে বেশকিছু নাটক ও বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। এছাড়া অভিনয় করেছেন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’, আশরাফ শিশিরের ‘৫৭০’, অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’সহ বেশকিছু সিনেমায়। বর্তমানে সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় আছে।