English Version
আপডেট : ২৬ আগস্ট, ২০২১ ১৩:১২

পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মাহিয়া মাহি

অনলাইন ডেস্ক
পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মাহিয়া মাহি

নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে দাবি করেছেন চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহি।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবি করেন।

মাহি তার ভেরিফাইড পেইজে নিজের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন- ‘পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি। উপরওয়ালা তুমি জাস্ট ওয়াও, আলহামদুলিল্লাহ।

নিজেকে কী কারণে সবচেয়ে সুখী মানুষ ভাবছেন, তা অবশ্য খোলাসা করেননি তিনি।

বর্তমানে মাহি ‘মাফিয়া’ নামের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিচ্ছেন। শাহীন সুমনের পরিচালনায় বিগ বাজেটের ১৫০ পর্বের এই ওয়েব সিরিজটি নির্মাণ কাজ শুরু হয়েছিল গত বছর। বুধবার থেকে রাজধানীর উত্তরায় ‘মাফিয়া’র নতুন পর্বের দৃশ্যধারণ শুরু হয়েছে।

এতে আরও অভিনয় করছেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, অর্ষা, মিশা সওদাগর, ইমন, আঁচল, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান প্রমুখ।