English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০২১ ১১:২৬

ডিভোর্সের পরও একসঙ্গে আরবাজ-মালাইকা

অনলাইন ডেস্ক
ডিভোর্সের পরও একসঙ্গে আরবাজ-মালাইকা

তারকাদের ডিভোর্স হয়ে গেলেও বেশির ভাগ ক্ষেত্রে শোনা যায়, তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকবে। এমন নজির বহুবার পাওয়াও গেছে। এবার সেই নজির আরও একবার দেখালেন বলিউডের তারকা জুটি আরবাজ খান ও মালাইকা অরোরা। শনিবার রাতে একসঙ্গে ডিনারে সেরে আসলেন তারা।

শুধু আরবাজ-মালাইকা নন, এদিন তাদের সঙ্গে ছিলেন ছেলে আরহান খান এবং পরিবারের আরও কয়েক জন। মুম্বাইয়ের এক নামী রেস্তোরাঁয় ঢোকার সময় পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েন তারা।

এদিন মালাইকার পরনে ছিল সাদা রঙের একটি টি শার্ট এবং কালো স্কার্ট। তার সঙ্গেই মানানসই লাল বুট বেছে নিয়েছিলেন তিনি। আরবাজ পরেছিলেন সাদা টি শার্ট। তার সঙ্গে ট্র্যাক প্যান্টস। সম্ভবত ছেলের সঙ্গে সময় কাটাতেই একসঙ্গে মধ্যাহ্নভোজের পরিকল্পনা করেছিলেন সাবেক তারকা জুটি।

১৯৯৮ সালে বিয়ে করেন আরবাজ খান ও মালাইকা অরোরা। ২০০২ সালে জন্ম নেয় তাদের একমাত্র ছেলে আরহান খান। ২০১৭ সালে ১৯ বছরের দীর্ঘ দাম্পত্য ভেঙে যায় তাদের। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর গত চার বছর ধরে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলিউডের আইটেম তারকা মালাইকা।