English Version
আপডেট : ১৫ আগস্ট, ২০২১ ০৯:০০

আমির-কিয়ারাকে নিয়ে ফের সমালোচনার ঝড়

অনলাইন ডেস্ক
আমির-কিয়ারাকে নিয়ে ফের সমালোচনার ঝড়

বলিউড অভিনেতা আমির খানের ফ্যানপেজ থেকে পোস্ট হওয়া আমির-কিয়ারার নতুন একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে কিয়ারা আদভানিকে সাহায্য করতে দেখা গেছে আমিরকে।

সংক্ষিপ্ত সেই ভিডিওতে দেখা গিয়েছে, একটি ব্যাংকের প্রচার করতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন আমির এবং কিয়ারা। মঞ্চের সামনের দিকে এগিয়ে আসতেই সাংবাদিকরা মুখের মাস্ক খুলতে বলছেন। আমির খান নিজের মাস্ক খুললেও কিয়ারা বললেন, তিনি মাস্ক খোলার চেষ্টা করছেন কিন্তু সেটি তার কানের দুলে এমন ভাবে আটকে গিয়েছে যা খোলা যাচ্ছে না। কিয়ারার সাহায্য করতেই ওই সময় এগিয়ে আসেন বলিউড সুপারস্টার আমির। এই অংশটুকুই রয়েছে ভাইরাল ভিডিওতে।

কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নানা সমালোচনার শিকার হয়েছেন আমির। এই ভিডিওটি নিয়ে ফের কিয়ারা-আমিরকে নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। কেউ কেউ আমিরকে উদ্দেশ করে লিখেছেন, 'দুবার বিচ্ছেদ সেরে এবার তৃতীয় স্ত্রীর সন্ধানে রয়েছেন তিনি'। আবার কিয়ারাকে উদ্দেশ করে কেউ লিখেছেন, 'কিয়ারা একা মাস্ক খুলতে পারলেন না? পুরুষের প্রয়োজন পড়ল কেন তার?'