English Version
আপডেট : ৭ আগস্ট, ২০২১ ১৬:৪৭

পরীমণিকাণ্ডে আটক কে এই চয়নিকা

অনলাইন ডেস্ক
পরীমণিকাণ্ডে আটক কে এই চয়নিকা

চিত্রনায়িকা পরীমণিকে আটকের দুদিনের মাথায় আটক করা হলো তার কথিত ‘মম’ নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীকে। শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় আটকের পর তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। এর কিছুক্ষণ আগেই তিনি সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, পরীমণির সঙ্গে তার শুধু কাজের সম্পর্ক। এর বাইরে কোনো সম্পর্ক নেই।

যদিও চয়নিকাকে ‘মম’ বলে ডাকেন পরীমণি। চয়নিকাও পরীকে তার মেয়ের মতো ভালোবাসেন, স্নেহ করেন। চয়নিকার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ মুক্তির আগে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা তারা দুজনেই বলেছিলেন।

তবে এসব সম্পর্কের বাইরেও পরীমণির অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গেও চয়নিকার কোনো যোগ আছে কিনা, সে সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

কিন্তু কে এই চয়নিকা চৌধুরী? তিনি দেশের একজন স্বনামধন্য নাট্য নির্মাতা। তার স্বামী অরুণ চৌধুরীও একজন নামকরা নাট্য নির্মাতা। ১৯৯০ সালে তাদের বিয়ে হয়। চয়নিকার আরও একটি পরিচয়, তিনি ছোটপর্দা ও বড় পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকারের বড় বোন।

ছোট বোন অভিনেত্রী তমালিকা কর্মকারের সঙ্গে চয়নিকা চৌধুরী।টেলিভিশনে চয়নিকার প্রথম প্রচারিত নাটক ‘এক জীবনে’। এটি তারই লেখা নাটক। চয়নিকার লেখা প্রথম চিত্রনাট্য নিয়ে ১৯৯৮ সালে ‘বোধ’ নামের একটি নাটক তৈরি করেছিলেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। এতে অভিনয় করেছিলেন শমী কায়সার ও মাহফুজ আহমেদ।

২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকটি নির্মাণের মধ্যদিয়ে পরিচালনা জীবন শুরু করেন চয়নিকা চৌধুরী। দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য একক নাটক, ধারাবাহিক নাটক এবং টেলিফিল্ম নির্মাণ করে সুনাম কুড়িয়েছেন এই নারী নির্মাতা।

নাটক নির্মাণ করে হাত পাকিয়ে গত বছর চলচ্চিত্র নির্মাণে হাত দেন চয়নিকা চৌধুরী। পরীমণি ও চিত্রনায়ক সিয়াম আহমেদকে জুটি করে বানিয়ে ফেলেন ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’, যেটি গত বছরেরই ১১ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায়। ভালো ব্যবসাও করে। টানা দুই মাসের বেশি সময় ধরে প্রেক্ষাগৃহে চলে সিনেমাটি।

এই সিনেমার শুটিং সেট থেকেই পরীমণির সঙ্গে বিশেষ সখ্যতা গড়ে ওঠে চয়নিকার। সেই সখ্যতা পৌঁছে যায় মা-মেয়ের সম্পর্ক পর্যন্ত। গত ৯ জুন বোট ক্লাবে সংগঠিত ঘটনা ১৩ জুন পরীমণি সংবাদ সম্মেলন করে প্রকাশ করার দিন থেকে তার সঙ্গে ছায়ার মতো লেগে ছিলেন এই চয়নিকা। যেখানে পরীমণি, সেখানেই তার ছায়াসঙ্গী চয়নিকা।

অথচ গেল বুধবার র‌্যাবের হাতে আটক হওয়ার আগে পরীমণি ফেসবুক থেকে লাইভে এসে সবার কাছে সাহায্য চাইলেও এগিয়ে আসেননি তার কথিত ‘মম’ চয়নিকা চৌধুরী। সন্দেহজনকভাবে তিনি থেকেছেন নিরব।