English Version
আপডেট : ৫ আগস্ট, ২০২১ ১৩:৪৬

ভয়ঙ্কর মাদক ‘এলএসডি’তে আসক্ত হন পরীমণি

অনলাইন ডেস্ক
ভয়ঙ্কর মাদক ‘এলএসডি’তে আসক্ত হন পরীমণি

হ্যালুসিনেশন সৃষ্টিকারী লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড বা ‘এলএসডির’ মতো ভয়ঙ্কর মাদকে আসক্ত ছিলেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। বেশকিছু ধরেই তিনি এই মাদক সেবন করতেন। বুধবার রাতে র‍্যাবের অভিযানে তার বাড়ি থেকে ভয়ঙ্কর এই মাদক উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরীমনি র‍্যাব সদস্যদের জানিয়েছেন, সম্প্রতি তিনি ভয়ঙ্কর এই মাদকে আসক্ত হয়েছেন।

বুধবার (৪ আগস্ট) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিকেল ৪টার দিকে পরীমণির বাসায় অভিযানে যায় র‌্যাব-১ এর সদস্যরা। অভিযানে অংশ নেওয়া এক র‌্যাব কর্মকর্তা জানান, অভিযানে প্রথম দিকে পরীমণি র‍্যাবকে সহযোগিতা করেননি। তার ঘর তল্লাশি করে ফ্ল্যাটের কেবিনেট থেকে বিদেশি মদ, লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) এবং আইস উদ্ধার করা হয়েছে। পরে তার ড্রয়িং রুমের কাভার, শো-কেস, ডাইনিং রুম, বেডরুমের সাইড টেবিল এবং টয়লেট থেকে বিপুল সংখ্যক মদের বোতল উদ্ধার করা হয়।

নাম প্রকাশ না শর্তে র‍্যাবের এক কর্মকর্তা বলেন, অভিযানে আমরা পরীমনির বাসা থেকে মদ ও এলএসডির পাশাপাশি আইচ মাদকও জব্দ করেছি। যেগুলো তিনি সেবন করতেন। এসব মাদকে আসক্তির কারণে তিনি এগুলো কিনে রাখতেন। দুদিন আগেও তিনি এলএসডি সেবন করেছিলেন বলেন জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এদিকে পরীমনির বাড়িতে অভিযানের পর চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বনানীর বাড়িতে অভিযান শুরু করে র‍্যাব সদস্যরা। অভিযানে বিপুল পরিমাণ মদ, বিয়ার, সিসা সরঞ্জাম ও বিকৃত যৌনচারের সরঞ্জাম পাওয়া যায়। প্রযোজক রাজ একটি রুমে খাট বসিয়ে এসব সরঞ্জাম রেখেছিলেন। যেখানে বিকৃত যৌনাচারে একাধিক নারী পুরুষ একসঙ্গে সমন্বিত যৌনাচারে ব্যবহার্য সরঞ্জামাদি সজ্জিত ছিল। এটি নজরুল ইসলাম রাজের ‘রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের’ একটি কক্ষ বা বিশেষ বিছানা বলে জানিয়েছে এলিট ফোর্স র‍্যাব। পরে তাকেও আটক করে র‍্যাব সদরদপ্তরে নেয়া হয়।