English Version
আপডেট : ৪ আগস্ট, ২০২১ ১৬:৪৮

নায়িকা পরীমণির বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

অনলাইন ডেস্ক
নায়িকা পরীমণির বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনির বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে বলে জানা গেছে।

বুধবার বিকেল চারটার পর এই অভিযান শুরু হয় বলে জানা যায়। র‌্যাবের মিডিয়া শাখার এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

চিত্রনায়িকা পরীমণি ফেইসবুক লাইভে জানান, দরজায় পুলিশ পরিচয়ে কে বা কারা ধাক্কা-ধাক্কি করছেন।

পরীমনি বলেন, ‘নিচের গেট ভেঙে তারা বাসার দরজায় ধাক্কা-ধাক্কি করছে। তারা তাদের পরিচয় দিচ্ছে না।’

থানায় ফোন দিয়েও কোনো সাড়া পাচ্ছেন না বলে লাইভে অভিযোগ করছেন এই অভিনেত্রী।

লাইভে পরীমনি বলেন, ‘কাকে ফোন দিব বুঝতেছিনা। থানা থেকে কেউ ফোন ধরছে না। আমি লাইভ কাটব না, যদি আমার হাত থেকে যদি কেউ ফোন নিয়ে নেয় বুঝবেন আমার কিছু একটা হয়েছে।’

লাইভে শোনা যাচ্ছিল, দরজায় দাঁড়িয়ে থাকা লোকজনগুলো বসছিল- ‘ঘরে আসতে দেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর লোক।’

এ পর্যায়ে দরজা খুলে দেন পরীমনি। লাইভও বন্ধ করে দেন।