English Version
আপডেট : ৪ আগস্ট, ২০২১ ১৩:৪৪

কথিত মডেলের গ্রেফতারের পর বিরক্ত ও বিব্রত সাদিয়া ইসলাম মৌ

অনলাইন ডেস্ক
কথিত মডেলের গ্রেফতারের পর বিরক্ত ও বিব্রত সাদিয়া ইসলাম মৌ

কথিত মডেল মরিয়ম আক্তার মৌকে গ্রেফতারের পর বিব্রত ও বিরক্ত জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তিনি জানান, ‘ঘটনার রাত থেকেই আমি বিব্রত হচ্ছি। আমার নামের সঙ্গে মিলে গেছে এমন একজনকে পুলিশ ধরেছে। আর এতেই অনেকে আমার পরিবার, স্বজন, বন্ধুদের নিউজ লিংক পাঠাচ্ছে। অথচ তারা কিন্তু দেখছে যে এটা আমি না।’

মৌ আরও বলেন, ‘শুধু আমার পরিবারকেই নয়,আমার পরিচিত মানুষদের অনেক বিরক্ত ও বিব্রত করা হচ্ছে। আমার পরিবারের লোকেরা যতই বলছে নিউজটা খুলে দেখ, এটা সাদিয়া ইসলাম মৌ না। তারপরও তারা এমন কথাও বলেছে যে, এদের তো অনেক কিছুই লুকানো থাকে।’

মৌ বলেন,  ‘মডেল তারাই যারা নিয়মিত স্টেজ শো করেন, ফ্যাশন শো করেন। এসব থেকে নিয়মিত সম্মানি নিচ্ছেন - তাদেরকেই মডেল বলা যায়।  দীর্ঘদিন ধরে মডেলিংয়ে নেই এমন মানুষ যদি নিজেকে মডেল বলতে পছন্দ করেন তাহলে তো আর কারও কিছু করার নাই।’