English Version
আপডেট : ২৭ জুলাই, ২০২১ ১৫:১৮

পর্নকাণ্ডে আবারও শার্লিন চোপড়াকে তলব

অনলাইন ডেস্ক
পর্নকাণ্ডে আবারও শার্লিন চোপড়াকে তলব

পর্ন তৈরি করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। গ্রেফতারের পর থেকে রাজ কুন্দ্রার ব্যবসায়িক গতিবিধি নিয়ে তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। ইতোমধ্যেই ঘটনার জেরে মুম্বাই পুলিশ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে।

এদিকে, আগামীকাল মঙ্গলবার আবারও মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার দফতরে তলব করা হয়েছে মডেল অভিনেত্রী শার্লিন চোপড়াকে। এর আগে ২০ জুলাই সাইবার সেলের কর্মকর্তাদের ডাকে জবানবন্দি দিয়েছেন তিনি। প্রথম বার পুলিশের কাছে তিনি ‘আর্মসপ্রাইম’ সংস্থার তথ্য দিয়েছিলেন। এবার প্রপার্টি সেলে তাকে তলব করা হয়েছে।

মহারাষ্ট্রের সাইবার সেলকে শার্লিন চোপড়া জানান, রাজের হাত ধরেই নীল ছবির জগতে এসেছিলেন তিনি। প্রত্যেকটি ছবিতে কাজের জন্য রাজ তাকে ৩০ লাখ টাকা করে দিতেন। শিল্পার স্বামীর জন্যই নাকি ১৫ থেকে ২০টি এমন কাজ করেছেন তিনি। এই অভিযোগ সামনে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে।