English Version
আপডেট : ২৬ জুলাই, ২০২১ ১৩:৪৬

অন্তঃসত্ত্বা মিথিলার স্বামীর চরিত্রে ইরফান সাজ্জাদ

অনলাইন ডেস্ক
অন্তঃসত্ত্বা মিথিলার স্বামীর চরিত্রে ইরফান সাজ্জাদ

শিরোনাম শুনে অবাক হচ্ছেন! অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তো কলকাতার পরিচালক সৃজিত মূখার্জির স্ত্রী, তাহলে তিনি কি অন্তঃসত্ত্বা হয়েছেন? কারণ অন্তঃসত্ত্বা মিথিলার বেশ কিছু ছবি প্রকাশ হয়েছে। অভিনেতা ইরফান সাজ্জাদের সঙ্গেই তার সেসকল ছবি প্রকাশ পেয়েছে। জানা গেল, বাস্তবে নয় পর্দায় এই অভিনেতার সন্তানের মা হতে চলেছেন মিথিলা। ‘বিয়িং ওম্যান’ নাটকে ইরফান সাজ্জাদের স্ত্রী হিসেবে দেখা যাবে এই অভিনেত্রীকে। যেখানে অন্তঃসত্ত্বা মিথিলার দেখা মিলবে।

নাটকটির পরিচালক হাসান রেজাউল বলেন, ‘এই নাটকে একজন কর্মজীবী স্ত্রীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। নাটকেরটির গল্প ক্লাসিক্যাল ধাঁচের। যা মধ্যবিত্ত পরিবারে প্রায়ই দেখা যায়। একজন নারী কীভাবে সংসার ও পেশার চাহিদা পূরণ করে চলেন-তাই তুলে ধরা হবে এখানে। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।’ তিনি আরও যোগ করেন, পেশা ও সংসার জীবনের টানাপড়েনের গল্প এটি। যেখানে মিথিলা মাও হন। নাটকে মিথিলার স্বামীর চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। আগামীকাল (২৭ জুলাই) রাত ৮টা ৩০মিনিটে আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।