English Version
আপডেট : ২৫ জুলাই, ২০২১ ১৬:১৩

মদ খেয়ে সড়ক দুর্ঘটনায় বন্ধুর মৃত্যু, গুরুতর আহত অভিনেত্রী

অনলাইন ডেস্ক
মদ খেয়ে সড়ক দুর্ঘটনায় বন্ধুর মৃত্যু, গুরুতর আহত অভিনেত্রী

মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের অভিনেত্রী যশিকা আনন্দ। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তবে তার এক বন্ধু ঘটনাস্থলেই মারা গেছেন। শনিবার (২৪ জুলাই) মধ্যরাতে তামিলনাডুর চেঙ্গালপেটের ইসিআর রাজ্য সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, রাত ১টার দিকে দুর্ঘটনাটি হয়েছিল। তখন রাস্তার পাশে কিছু মানুষও ছিলেন। তারা এগিয়ে আসেন এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে তাৎক্ষণিক মারা যান যশিকার বন্ধু ভাল্লিচেত্তি ভবানী। কারণ গাড়ি দুমড়ে-মুচড়ে যাওয়ায় তাকে বের করতে পারেননি স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, গাড়িতে মোট তিনজন আরোহী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা মধ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তবে যশিকা এবং আরেক বন্ধু যেহেতু আহত, তাই তারা সুস্থ হলেই জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে যশিকার আক্ষেপ, যদি সময়মতো তার বন্ধুটিকে বের করা সম্ভব হতো, তাহলে তাকে বাঁচানো যেতো।

প্রসঙ্গত, যশিকা আনন্দ মূলত তামিল ও তেলেগু সিনেমায় কাজ করেন। ২০১৮ সালে তিনি তামিল বিগ বস প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচিত হন। ওই সিজনে তিনি পঞ্চম স্থান অর্জন করেছিলেন।