English Version
আপডেট : ১৫ জুলাই, ২০২১ ১৩:৫৫

নায়কের সঙ্গে রাত না কাটানোর জন্য অনেক সিনেমা হারিয়েছি

অনলাইন ডেস্ক
নায়কের সঙ্গে রাত না কাটানোর জন্য অনেক সিনেমা হারিয়েছি

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ক্যারিয়ারের শুরু থেকেই বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্যে অভিনয় করে বেশ আধিপত্যও বিস্তার করে নিয়েছিলেন তিনি শুরুতে। যদিও সেই অবস্থান তিনি ধরে রাখতে পারেননি। বলা যায় খোলামেলা বা ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্যে অভিনয় করাটাই একসময় কাল হয়ে দাঁড়িয়েছিল মল্লিকার জন্য।

বছর তিন আগে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মল্লিকাও জানান এমনটাই। তিনি বলেন যে সাহসী সব দৃশ্যে অভিনয় করার কারণে বাস্তব জীবনেও তাকে নিয়ে মানুষের নানা ধারণা জন্ম নিয়েছিল। অনেকেই মনে করতো মল্লিকা কল গার্ল। এ অভিনেত্রী বলেন, ‘সে সময় অনেকেই আমাকে তাদের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দিয়েছিল। সেসব প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে অনেক সিনেমা থেকে বাদও পড়তে হয়েছে আমাকে।’

তিনি আরও বলেন, ‘আমার উপর অনেক অভিযোগ ছিল সে সময়। আপনি যদি সিনেমায় শর্ট স্কার্ট পরেন কিংবা স্ক্রিনে চুম্বন করেন তবে আপনিও নৈতিকতা ছাড়াই একজন পতিতা মহিলা, এমনটাই মনে করা হতো আমাকে। আমাকে অনেক সিনেমা থেকে বের করে দেওয়া হয়েছে। অনেক নায়করা বলতেন যে আপনি আমার সাথে ঘনিষ্ঠ হতে পারেন না কেন? আপনি এটি স্ক্রিনে করতে পারেন, ব্যক্তিগতভাবে আমার সাথে এটি করতে সমস্যা কী? একজন মেয়ে হিসেবে পুরুষের এই দৃষ্টি আমাকে সত্যিই আশাহত করে।’ তবে কারোর নাম প্রকাশ করেননি মল্লিকা।