English Version
আপডেট : ১৪ জুলাই, ২০২১ ১৭:৫৪

রোশানকে ছেড়ে যাওয়ার কারণ জানাতে আদালতে সময় চাইলেন শ্রাবন্তী

অনলাইন ডেস্ক
রোশানকে ছেড়ে যাওয়ার কারণ জানাতে আদালতে সময় চাইলেন শ্রাবন্তী

গত মাসে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রোশান সিং, তখন তিনি শ্রাবন্তী চ্যাটার্জীর সঙ্গে ফের সংসার করার ইচ্ছে প্রকাশ করেন। আজ বুধবার ছিল সেই মামলার শুনানির প্রথম দিন। তবে শুনানিতে রোশান হাজির হলেও, আসেননি শ্রাবন্তী। এই নায়িকা আইনজীবীর মাধ্যমে সময় চেয়েছেন।

শ্রাবন্তীর আইনজীবী জানান, গত ১৮ জুন অভিনেত্রীকে যে সমন পাঠানো হয়েছিল, তা অসম্পূর্ণ। এ ব্যাপারে আজ দরখাস্ত করা হয়েছে। পাশাপাশি স্বামী রোশানকে ছেড়ে যাওয়ার কারণ হিসেবে লিখিত জবাব দেওয়ার জন্য অভিনেত্রীর হয়ে আদালতের কাছে সময় চাওয়া হয়েছে। এদিকে, আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ২১ আগস্ট। 

উল্লেখ্য, হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারা অনুযায়ী, স্বামী বা স্ত্রী কেউ যদি কোনও যুক্তিযুক্ত কারণ না দেখিয়ে একসঙ্গে না থাকেন, তবে অপরজন এই ধারায় মামলা করতে পারেন। তখন সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া ব্যক্তিকে ছেড়ে যাওয়ার যথাযথ যুক্তিপূর্ণ কারণ দেখাতে হয়। সেই জবাবের জন্যই সময় চাইলেন শ্রাবন্তী।