English Version
আপডেট : ১২ জুলাই, ২০২১ ১২:৫৪

প্রিয়াঙ্কাকে ডিভোর্স দিবেন নিক!

অনলাইন ডেস্ক
প্রিয়াঙ্কাকে ডিভোর্স দিবেন নিক!

বলিউডে সম্প্রতি ১৫ বছরের সংসারের ইতি টেনেছেন আমির খান। এবার ভারতের বিতর্কিত ব্যক্তিত্ব কামাল আর খান দাবি করেছেন, প্রিয়াঙ্কা চোপড়াকে ডিভোর্স দিবেন জনপ্রিয় সঙ্গিত শিল্পী নিক জোনাস। সম্প্রতি এক টুইট বার্তায় এ কথা জানান নিজেকে ক্রিটিকস হিসেবে দাবি করা কেআরকে।

এক টুইটে তিনি লিখেন, দশ বছরের মধ্যে দাম্পত্যে ইতি টানবেন প্রিয়াঙ্কা! এমনকি কারিনা কাপুর খান ও সাইফ আলি খানকে নিয়েও এমন মন্তব্য করেছেন অভিনেতা। এই টুইটের পরেই হইচই শুরু হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।

নিজেকে পরিচালক-প্রযোজক-অভিনেতা হিসেবে পরিচয় দেন কামাল। তিনি আবার স্বঘোষিত ছবি সমালোচকও বটে। কিন্তু বিতর্কিত মন্তব্যের স্রষ্টা হিসেবেই তিনি বিখ্যাত। কিন্তু কামালের এই টুইট হজম করতে পারেননি নেটিজেনরা। এ অভিনেতার টুইটের মন্তব্য বাক্সেও সেই ছাপ স্পষ্ট। এক জন লিখেছেন, ‘একটু বাড়াবাড়ি করে ফেলছেন। দয়া করে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের মন্তব্য করবেন না।’ অপর এক নেটিজেন লিখেছেন, ‘আমিও ভবিষ্যদ্বাণী করছি। আপনি আগামী ১০ দিনের মধ্যে মারা যাবেন।’ অনেকেই আবার নেতিবাচক মন্তব্যের পরিবর্তে তারকাদের প্রশংসা করতে উপদেশ দিয়েছেন কামালকে।