English Version
আপডেট : ১ জুলাই, ২০২১ ১৬:৪৫

মা হলেন নাবিলা

অনলাইন ডেস্ক
মা হলেন নাবিলা

জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা মা হয়েছেন।  বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ নেন  ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী। তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

নাবিলার পারিবারিক সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন নাবিলা। শিগগিরই নবজাতকসহ বাড়ি ফিরবেন।

বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠান দিয়ে শোবিজে নাবিলার যাত্রা শুরু। উপস্থাপনায় পরিচিতি পেলেও তাকে আলোচনায় এনে দেয় ২০১৬ সালে মুক্তি পাওয়া আমিতাভ রেজা চৌধুরীর আলোচিত সিনেমা ‘আয়নাবাজি’। 

ওই চলচ্চিত্রে চঞ্চলের বিপরীতে অভিনয় করে সাড়া ফেলেন নাবিলা। চলচ্চিত্রের পাশাপাশি মডেলিং এবং নাটকে কাজ করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি।

২০১৮ সালে রিমকে বিয়ে করেন নাবিলা। দীর্ঘ ১৮ বছর আগে সৌদি আরবের জেদ্দায় রিমের সঙ্গে পরিচয় হয় তার। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

অবশেষে ২০১৮ সালে তারা বিয়ে করেন। এটাই এই দম্পতির প্রথম সন্তান।