English Version
আপডেট : ২৮ জুন, ২০২১ ১৫:৪১

ট্রেনার নিলেন মিম

অনলাইন ডেস্ক
ট্রেনার নিলেন মিম

নতুন ট্রেনারের সঙ্গে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গত মার্চ থেকে মিম জিম করেছেন ধানমন্ডির ‘ব্লেড ৬% ফিটনেস স্টুডিও’তে। এই সময়টায় ফিটনেসের ক্ষেত্রে আরও বেশি উপকৃত হয়েছেন এই অভিনেত্রী। প্রতিষ্ঠানটির কর্ণধার ও ট্রেইনার আশরাফুজ্জামান মিমের শরীরচর্চার ট্রেনার হিসেবে কাজ করছেন।

মিম বলেন, ‘ব্লেডের গত কয়েক মাসের জিম আমাকে অনেক বদলে দিয়েছে। যাদের সঙ্গে দেখা হচ্ছে তারাই আমার ফিটনেসের প্রশংসা করছেন। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যারা আমাকে পছন্দ করেন তারাও যেন এই জিমে গিয়ে ফিটনেস ট্রেনিং করতে পারেন। সে জন্যই তাদের ফটোশুটে মডেল হয়েছি। মূলত নিজের ভালোলাগা থেকেই কাজটি করা।’

মিম আরও জানান, সপ্তাহে ৫দিন ভোরে ঘুম থেকে উঠেই ব্লেডের উদ্দেশ্যে বসুন্ধরা থেকে ছুটে যাচ্ছেন ধানমন্ডিতে। সেখানে ৭টা থেকে ৯টা পর্যন্ত টানা ঘাম ঝরাচ্ছেন। জিমের ট্রেনিং সেশনটা বেশ উপভোগ করছেন বলেও জানালেন তিনি।

গত ২০ জুন দীপংকর দীপনের পরিচালনায় দেশের প্রথম সাইবার থ্রিলার ঘরানার সিনেমা ‘অন্তর্জাল’-এ চুক্তিবদ্ধ হয়েছেন মিম। যেখানে সাবেক এই লাক্স তারকা অভিনয় করবেন সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামালের সঙ্গে। এ সিনেমায় আইটি স্পেশালিস্ট হিসেবে দেখা যাবে মিমকে।