English Version
আপডেট : ২৬ জুন, ২০২১ ১৪:৪৭

নন্দীগ্রামে পুলিশি অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক
নন্দীগ্রামে পুলিশি অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ৩

বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া গরু চুরি মামলায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ জুন) ভোরে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সিংজানী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৪৮), কল্যাণনগর গ্রামের মৃত ফজের আলীর ছেলে মোহাম্মদ নূরুল ইসলাম ওরফে আসলাম (২৯)। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার টাকাসহ ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদিকে, গরু চুরি মামলায় জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান নামাপাড়া গ্রামের মৃত শামসুল আলমের ছেলে সিয়াম আহমেদ (১৯-কে গ্রেফতার করা হয়।

নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে সিংজানী এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে গাঁজা বিক্রির নগদ অর্থসহ গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া পৃথক এক অভিযানে গরু চুরি মামলায় আরও একজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।