English Version
আপডেট : ২৪ জুন, ২০২১ ১৫:১৫

শুধু শার্ট পরেই ছবি তুললেন শ্রীলেখা

অনলাইন ডেস্ক
শুধু শার্ট পরেই ছবি তুললেন শ্রীলেখা

বরাবরই ঠোটকাঁটা স্বভাবের টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিভিন্ন সময় বিস্ফোরক মন্তব্য ও ছবিতে ভক্তদের আলোচনায় থাকতেই যেন পছন্দ করেন এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় এবার বোল্ড ফটোশুটে অংশ নিলেন শ্রীলেখা। যার ছবি ফেসবুকে শেয়ার করেছেন তিনি। সোশ‌্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে আলোচনা।

পরনে শুধুমাত্র একটি শার্ট। তাতেই মোহময়ী হয়ে উঠেছে অভিনেত্রী। সাদা-কালোর আবহে রানা বসুর ক্যামেরার সামনে পোজ দিয়েছেন শ্রীলেখা। রূপের ছটা ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল দুনিয়ায়। কখনো তার ঠোঁটে সিগারেট, কখনো আবার চেয়ারে বসে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি।

এসব ছবির ক্যাপশনে শ্রীলেখা লিখেছেন—‘নো মেকআপ, নো লাইট, নো এডিটিং। কোনো কিছু ছাড়াই রানা বসু ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন। আর কী ভালোই না হয়েছে ছবিগুলো, আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি।’ আর ভক্তরাও এসব ছবি দেখে প্রশংসা করছেন শ্রীলেখার।

কাজের দিক থেকে অভিনয় ও পরিচালনা নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন শ্রীলেখা। আপাতত পরিচালক অংশুমান প্রত্যুষের সিনেমার কাজ নিয়ে তার ব্যস্ততা। এটা শেষ হলেই ফের পরিচালনার কাজে হাত দেবেন। পরিচালক শ্রীলেখার দ্বিতীয় সিনেমার নাম এখনো ঠিক হয়নি। তবে চিত্রনাট্য লেখার কাজ চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।